শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

তৈরি হয়ে গেল ভুবনের নতুন অট্টালিকা! (ভিডিও)

ফোরাম প্রতিবেদক / ৩৩৮ জন দেখেছেন
আপডেট : জুন ৩০, ২০২২
তৈরি হয়ে গেল ভুবনের নতুন অট্টালিকা!
মাটির বাড়ি ছেড়ে বিল্ডিংয়ে ভুবন বাদ্যকর, ভাইরাল নতুন বাড়ির ভিডিও
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

পুরনো কাঁচা বাড়ির পাশেই নতুন দালান কোঠা বানানো শুরু করেছিলেন ভুবন বাদ‍্যকর। অবশেষে সম্পূর্ণ হল বাড়ি বানানোর কাজ। অন্দরসজ্জা আগে অনেকটাই হয়ে গিয়েছিল। তবে আরো কিছুটা সাজানো বাকি। তার আগেই চলে এল বাদাম কাকুর নতুন পাকা বাড়ির ভিডিও যা দেখে অবাক নেটনাগরিকরা।

বীরভূমের এক অখ‍্যাত গ্রামে বাস ভুবন বাদ‍্যকরের। যৌথ পরিবার নিয়ে একই খড়ের ছাউনির কাঁচা বাড়িতে থাকতেন তিনি। জীবন ছিল সাদামাটা। তা রাতারাতি বদলে যায় ‘কাঁচা বাদাম’ গানের দৌলতে। নিস্তরঙ্গ জীবনে যেন ঝড় ওঠে ভুবনের‌। প্রথমে জনপ্রিয়তাকে নিজের কাজে লাগাতে না পারলেও পরবর্তীকালে রীতিমতো কেউকেটা হয়ে ওঠেন ভুবন।

কাঁচা বাদাম রিমিক্স, নতুন নতুন গান গেয়ে দু হাতে টাকা রোজগার শুরু করেন বাদাম কাকু। সেই টাকা দিয়েই কেনেন একটি পুরাতন গাড়ি, বানাতে শুরু করেন পাকা বাড়িও। কাঁচা বাড়ির পাশেই চকচকে পাকা বাড়ি বানাচ্ছিলেন ভুবন। অবশেষে বানানো সম্পূর্ণ হয়েছে তাঁর নতুন বাড়ি।

সম্প্রতি একটি ভিডিওতে নিজের নতুন বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন ভুবন। একতলা বাড়িতে দুটি ঘর, রান্নাঘর, শৌচাগার এবং সুদৃশ‍্য বারান্দা রয়েছে। একজন ইন্টেরিয়র ডিজাইনার নিজে এগিয়ে এসেছিলেন ভুবনের বাড়ির অন্দরসজ্জার জন‍্য।

পুরো বাড়িটাকে মার্বেল পাথরে মুড়ে দিয়েছেন ভুবন। ভেতরের ঘরের মেঝেতে বসিয়েছেন ভুবনের পছন্দসই নীল টাইলস। ফলস সিলিংয়ে লেখা ‘রাধে রাধে’। আধুনিকতার সঙ্গে বাঙালিয়ানার ছোঁয়া স্পষ্ট বাড়ির অন্দরসজ্জায়। একটি ঘরের দেওয়ালে ভুবনের নিজের ছবিও আঁকা হয়েছে।

ছাদে এখনো প্লাস্টারের কাজ কিছু বাকি রয়েছে। ঘর সাজানোও সম্পূর্ণ হয়নি। কিন্তু নিজের ইউটিউব চ‍্যানেলে ইতিমধ‍্যেই নতুন বাড়ির লুক দেখিয়ে দিয়েছেন ভুবন। প্রায় ৬ লাখ টাকা খরচ করে বাড়িটি বানিয়েছেন তিনি। ঘর সাজাতেই লেগে গিয়েছে প্রায় ৩-৪ লাখ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান