মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

তৃতীয় কিস্তিতে মোশাররফ করিম থাকছেন তো?

ফোরাম প্রতিবেদক / ১৪২ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৬, ২০২৩
তৃতীয় কিস্তিতে মোশাররফ করিম থাকছেন তো?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

যে ওয়েব সিরিজের জন্য দুই বাংলায় হইচই ফেলে দিয়েছেন মোশাররফ করিম, সেই ‘মহানগর’ সিরিজের তৃতীয় কিস্তিতে তিনি থাকছেন তো?

এমন প্রশ্নে জাগার কারণ ‘মহানগর ২’ তে ওসি হারুন মারা গেছেন। দর্শকদের সেই প্রশ্নের উত্তরে মোশাররফ করিম যেটা বলছেন সেটা এমন, ‘এটা আমি বলতে পারব না। নির্মাতা আশফাক নিপুণ যদি আমাকে ডাকে তাহলে ওসি হারুন জেগে উঠবে। আর না ডাকলে ওসি হারুন আর জীবিত হবে না।’

কলকাতার ‘হুব্বা’ আর দেশের ‘বৈদ্য’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে মোশাররফ করিমের।

এই কাজ দুটি প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘‘হুব্বার ভাল চরিত্র না (গ্যাংস্টার)। কিন্তু অভিনয়ের জন্য চরিত্রটি অসাধারণ। চরিত্রটার অনেকগুলো স্তর রয়েছে। অভিনয় করে আমি খুশি হয়েছি। সব মিলিয়ে আমার ভাল লেগেছে। আর ‘বৈদ্য’ ভিন্ন ধারণা একটা গল্প। আমারা দেশের সীমান্তে গিয়ে শুটিং করেছি।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান