বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার শুটিং, স্টেজ পারফরমেন্স, বিজ্ঞাপনচিত্র-সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন তিনি। তবে সব ব্যস্ততা সরিয়ে বিদেশে গিয়ে অবসর যাপন করছেন এ নায়িকা। ছুটি কাটাতেই ১৮ অক্টোবর রাতে তুরস্কে উড়াল দেন তিনি।
সিনেমায় কবে দেখা যাবে জানালেন অপূর্ব
এ নিয়ে ফারিয়া বললেন, “আমার কাজিনরা থাকে এখানে। আমি ওদের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। সর্বশেষ তিন-চার মাস ‘ভয়’, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি, বিজ্ঞাপনের শুটিংসহ আরও নানান ব্যস্ততার মধ্যে কেটেছে। সপ্তাহ খানেকের ছুটি পেয়েই এখানে ঘুরতে চলে এসেছি। এ নিয়ে দ্বিতীয়বার আমি তুর্কিতে এসেছি। মজার বিষয় হলো কাজিনরা থাকায় এখানে নিজেকে একদমই পর্যটক মনে হচ্ছে না। স্থানীয়দের মতো ঘুরে বেড়াচ্ছি। যা আমি খুব উপভোগও করছি।’
আগামী ২৭ অক্টোবর সকালে ঢাকায় ফিরবেন বলেও জানান নুসরাত ফারিয়া। তারপরই ‘বিবাহ অভিযান-২’ সিনেমার কাজ শুরু করবেন তিনি।
You must be logged in to post a comment.