আফরান নিশো-মেহজাবীনকে নিয়ে একাধিক জনপ্রিয় প্রডাকশন নির্মাণ করেছেন নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এই জুটিকে নিয়ে নির্মাতা এবার বানিয়েছেন নাটক ‘তুমি আমারই’।
বৃ্হস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ‘তুমি আমারই’ অবমুক্ত হয়েছে লাইভ টেক ইউটিউব চ্যানেলে। কয়েক ঘণ্টায় নাটকটি দেখেছেন চার লক্ষাধিক। মন্তব্য করেছেন কয়েক হাজার দর্শক।
নাটকটি নিয়ে নির্মাতা আরিয়ান বলেন, প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। অনলাইনে বিভিন্ন গ্রুপে, ফেসবুক ইনবক্সে খুব প্রশংসা পাচ্ছি। আমার সবচেয়ে বেশি দর্শকনন্দিত কাজ ব্যাচ ২৭, বড়ছেলে, বুকের বা পাশে, কথোপকথন বানিয়ে যেমন ফিডব্যাক পেয়েছিলাম তেমন ফিল পাচ্ছি। আমি দর্শকদের পছন্দমতো প্রডাকশন বানাই। তারা পছন্দ করছে এটাই প্রাপ্তি।
‘তুমি আমারই’ প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন, যেটি লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
নাটকটিতে আছে ‘তুমি আমারই’ ও ‘কেন কে জানে’ শিরোনামে দুটি গান। লিখেছেন সোমেশ্বর অলি। কণ্ঠ, সুর-সংগীত দিয়েছেন তাহসিন আহমেদ এবং সাজিদ সরকার। নিশো-মেহজাবীন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহিদুল ইসলাম সাচ্চু, মাসুম বাশার, মিলি বাশার, সাবিহা জামান, আজম খান, লিমন প্রমুখ।
You must be logged in to post a comment.