ছোট ও বড় পর্দায় সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন দেশের নন্দিত গায়িকা কনকচাঁপা। তবে অনেকেই তিশাকে নাকি কনকচাঁপার মেয়ে হিসেবে ভাবেন। কিন্তু তিশা যে তার মেয়ে নন মঙ্গলবার (১৫ আগস্ট) নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে তা জানিয়েছেন কনকচাঁপা নিজেই।
কনকচাঁপা লিখেছেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তাঁর ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে। ছবিটি আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিনরুমে তোলা। আমি মনে মনে ভাবছিলাম তিশার সাথে ছবি তুলি ঠিক সেই মুহুর্তেই তিশা বললো, মা আসো আমরা ছবি তুলি। সারা পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কি ডাকি বলো?
নন্দিত এই গায়িকা বলেন, ‘যাইহোক সত্যি কথা হলো তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সাথে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এজন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে যার নাম ফারিয়া ইসলাম খান…তবে তিশাকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। এবার নিশ্চয়ই আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।’
You must be logged in to post a comment.