বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

তিশার নাটকে ঐশীর গান

ফোরাম প্রতিবেদক / ৭৫২ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২০
TISA
তিশার নাটকে ঐশীর গান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রথমবারের মতো গণসঙ্গীতে কণ্ঠ দিলেন ফাতেমা-তুজ-জোহরা ঐশী। আসছে ভালোবাসা দিবসের জন্য রাজনীতি প্রেম ও বিরহের সমন্বয়ে ‘আদা সমুদ্দুর’ নামে নাটক নির্মাণ করছেন রাইসুল তমাল। এতে রাজনীতি, প্রেম ও বিরহের উপর তিনটি গান থাকছে।

সম্প্রতি ওমর ফারুক বিশাল-এর কথায় মুরাদ নূরের সুরে রাজনীতি অংশে ‘গর্জন’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন ঐশী। সঙ্গীতায়োজন করছেন মুশফিক লিটু।

এ ব্যাপারে ঐশী বলেন, সমসাময়িক রাজনীতি নিয়ে এই প্রথম কোনও গণসঙ্গীত গাইলাম। নাটকের গল্প, গানের কথা ও সুর আমার মন কেড়েছে। ‘আদা সমুদ্দুর’ এর সাথে থাকতে পেরে ভালো লাগছে। গর্জনে ফিরে আসুক সুস্থ ধারার রাজনীতি।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরও রয়েছেন মুশফিক আর ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, নিকুল কুমার মন্ডল, তাবাসসুম মিথিলা, দাউদ নূর, শিখা খান মৌ, আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান