গল্পটা একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের। যে ঘরের মূল আয় একটি রেস্তোরাঁ ঘিরে। সংসারে বাবা-মা আর তিন ভাই বোন। হঠাৎ বাবার মৃত্যুর পর সব যেন এলোমেলো হয়ে যায়।
কী করবে এখন অসহায় তিন ভাই-বোন?
এমন প্রশ্নের উত্তর মিলবে আবেগী গল্পে সাজানো নাটক ‘কাছের মানুষ’-এ। ইমরাউল রাফাতের চিত্রনাট্য ও নির্দেশনায় এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব ও তানিয়া বৃষ্টি। আরও আছেন মনিরা মিঠু ও শরাফ আহমেদ জীবন।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি সম্পর্কে নির্মা জানান, প্রেমের চিরাচরিত গল্পের বাইরে কিছু করার চেষ্টা করেছেন তিনি। যেখানে একটি সাধারণ পারিবারের অসাধারণ গল্প তুলে ধরার চেষ্টা করেছে। যে গল্পের মাধ্যমে মূলত উঠে আসবে চিরাচরিত বাংলার প্রতিচ্ছবি।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘কাছের মানুষ’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
You must be logged in to post a comment.