সময়টা আশির দশক। যখন বলিউডে অভিষেক হয় সানি দেওলের। তারপর থেকে হটথ্রবে পরিণত হন তিনি। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় তার। একাধিকবার চাউর হয়েছে রোমান্টিক খবর। তবে দুই নায়িকার নাম আলাদাভাবে বলতেই হবে। তারা হলেন—অমৃতা সিং ও ডিম্পল কাপাডিয়া।
১৯৮৩ সালে ‘বেতাব’ ছবিতে অমৃতা সিংয়ের বিপরীতে আত্মপ্রকাশ সানির। প্রথম ছবি করতে গিয়ে অমৃতার প্রেমে পড়েন সানি। যদিও সেই সময় নাকি বিবাহিত ছিলেন!
অমৃতা-সানির প্রেমের খবর জানাজানি হতেই প্রকাশ্যে আসে সানির বিয়ের কথা। সম্পর্ক ভাঙে তাঁদের। ১৯৮২ সালে স্বামী রাজেশ খান্নার থেকে আলাদা হয়ে যান ডিম্পল। অন্যদিকে, তার বছর খানেক পরেই অমৃতার সঙ্গে প্রেম ভাঙে অভিনেতার। গভীর হতে থাকে ডিম্পলের সঙ্গে বন্ধুত্ব। কানাঘুষো শোনা যায় যে, ডিম্পলের দুই কন্যা সানিকে ‘ছোটে পাপা’ বলে সম্বোধন করতেন। তারপর একসঙ্গে ‘মঞ্জিল মঞ্জিল’, ‘আগ কা গোলা’, ‘গুনাহ’, ‘নরসিংহ’ বেশ কিছু সিনেমা করেন ডিম্পল-সানি। শোনা যায়, ডিম্পল ও সানির সম্পর্কের খবর অভিনেতার স্ত্রী পূজা দেওলের কান অবধি পৌঁছনোর নেপথ্যে ছিলেন অমৃতা। অন্যদিকে, অমৃতার অনেক আগেই বিয়ে হয় সাইফ আলির সঙ্গে। তারপর থেকে অমৃতা-সানিকে একসঙ্গে দেখা যায়নি।
এই মুহূর্তে ‘গাদার ২’-এর সাফল্যের পর সানি ভক্তদের জন্য চমকপ্রদ হয়ে এলেন এই তিন তারকার এক সঙ্গে সময় কাটানো।মঙ্গলবার মুম্বাইতে তাঁদের দেখা গেল একই বাড়িতে ঢুকতে। যদিও বিভিন্ন সময় ঢোকেন তাঁরা। তারপর থেকেই জল্পনা শুরু! আসলে কী ঘটতে যাচ্ছে? ‘গাদার ৩’ নিয়ে তাহলে কি নতুন কিছু ঘটতে যাচ্ছে?
অনেকের মতে, ‘গাদার ২’-এর সাফল্যে উদযাপনে শামিল হয়েছিলেন অমৃতা ও ডিম্পল! এই বিষয়ে মুখে কুলুপ তাঁদের, জল্পনা উস্কে দিলেন এই প্রাক্তনরা।
You must be logged in to post a comment.