দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১০ অক্টোবর তার পছন্দের পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি।
তবে তিন দিন না পেরুতেই কাজ বন্ধ করে দিয়েছেন চিত্রনায়িকা। জানিয়ে দিয়েছেন ছবিটির কাজে তিনি আগ্রহী নন। আর এতেই পরিচালকের মাথায় হাত। মাহির এমন সিদ্ধান্তের কারণ তিনি উদ্ধার করতে না পারলেও ধারণা করছেন ছবিটির প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খানের একটি বক্তব্যে চটেছেন এই তারকা।
প্রবাসী ব্যবসায়ী মুন্না খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরী মণিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। তাতেই বেঁধেছে বিপত্তি।
একটি ভিডিও সাক্ষাৎকারে মুন্না বলেন, ‘আমি পরী মণির ভক্ত। তাই পরীকে সিনেমাটিতে নায়িকা হিসেবে চেয়েছিলাম। পরী মণি না করায় সিনেমাটিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।’
এদিকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানালেন ছবির নায়িকা হিসেবে প্রথম থেকেই মাহিকে ভাবা হয়েছে। তার বক্তব্য, ‘মাহিয়া মাহি ছাড়া অন্যকোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু ছবির নায়ক এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেন। মাহি হয়তো মনে করেছেন, তাঁর কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও মাহির কোনও মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে-পরে মিলিয়ে বছর খানেক সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাঁকে। তবে ব্যস্ত ছিলেন রাজনৈতিক প্রচারে।
You must be logged in to post a comment.