মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

তিন দিনে ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার’

ফোরাম প্রতিবেদক / ১৩৭ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৪, ২০২৩
তিন দিনে ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী রজনীকান্তের ‘জেলার’ ছবিটির আয় ২১৪ কোটি রুপি। শুধুমাত্র ভারতেই ছবিটি আয় করেছে ১২৭ কোটি রুপি। বিশ্বজুড়ে ২ হাজার ৯০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘জেলার’ সিনেমাটি।

জানা গেছে, মুক্তির প্রথম দিনে আয় করেছে ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০ কোটি রুপি। শুধু তাই নয়, ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি রুপি।

এদিকে, ছবির সাফল্য উদ্যাপন করতে তারকারা বিভিন্ন রকম আয়োজন করেন। কারণ, রজনীকান্তের ছবি মুক্তি মানেই দক্ষিণ ভারতে উৎসব। প্রিয় অভিনেতার ছবি দেখার জন্য মুখিয়ে থাকা দুই শহর চেন্নাই এবং বেঙ্গালুরুতে স্কুল, কলেজ এবং অফিসগুলোতে গত বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছিল।

গত শুক্রবার বেশ কয়েকটি সংস্থা আবার কর্মীদের বিনামূল্যে ওই ছবির টিকিটও বিতরণ করা হয়। (১০ই আগস্ট) সিনেমাটি মুক্তি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান