সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

তিন দিনে সিনেপ্লেক্সেই তুফানের সেল সোয়া কোটি!

বিনোদন প্রতিবেদক / ৩৩ জন দেখেছেন
আপডেট : জুন ২১, ২০২৪
শাকিব খানের ‘তুফান’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঢালিউডে বইছে শাকিব-ঝড়! ঈদের দিন থেকেই প্রবল তাণ্ডব চালিয়ে যাচ্ছে তাঁর ‘তুফান’! চলছে সারা দেশের ১২৯টি সিনেমা হলে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। এদিকে, জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া মুক্তির প্রথম তিন দিনে শুধু সিনেপ্লেক্স থেকেই তুফানের সেল (বিক্রি) হয়েছে সোয়া কোটি টাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই’র কর্ণধার শাহরিয়ার শাকিল।

জানা যায়, ঈদের দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো চলছিল ১২টি। এদিন বিকেলেই এই সংখ্যা দাঁড়ায় ২২টি। প্রতিদিনই বাড়ছিল শো। এবার দর্শক চাহিদার প্রেক্ষিতে সিনেপ্লেক্সে তুফান-এর শো চলছে ৫৮টি, যা প্রতিষ্ঠানটির অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এর আগে স্টার সিনেপ্লেক্সে দিনে সর্বোচ্চ ৫২টি শো চলেছিল ‘স্পাইডারম্যান’ ছবির। এরপরের অবস্থানে ৪২ শো ছিল শাহরুখ খানের ‘জওয়ান’। বাংলা সিনেমার মধ্যে ‘পরাণ’র শো ছিল ৩২টি, ‘সুড়ঙ্গ’র ৩১টি, ‘হাওয়া’র ২৬টি আর ‘প্রিয়তমা’র ২১টি করে শো চলেছিল। কিন্তু এবার সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁয়েছে শাকিবের তুফান।

এদিকে, প্রথম তিন দিনে সিনেমাটি কত আয় করেছে—এমন প্রশ্নে শাহরিয়ার শাকিল বলেন, ‘তিন দিন নয়, এটা হবে আড়াই দিন! কারণ, প্রথম দিন দুপুরের পর অর্ধেক বেলা পেয়েছি আমরা।’

তিনি জানান, শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই প্রথম আড়াই দিনে মোট আয় হয় ১ কোটি ২০ লাখ টাকা।

অন্যদিকে, সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতেও ঝড়ের মতোই দাপট দেখিয়ে যাচ্ছে তুফান। প্রতিটি শো যাচ্ছে হাউসফুল। এমন অবস্থায় টিকিট না পেয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে রাজধানীর মধুমিতা সিনেমা হলে। আইন অমান্য করে নাকি ব্ল্যাকেও চলছে টিকিট বিক্রি!

এসব প্রসঙ্গ টেনে শাহরিয়ার শাকিল বলেন, ‘ব্ল্যাকে টিকিট বিক্রি রুখতে হবে। তবে এই ঘটনাগুলো প্রমাণ করে যে, ভালো কনটেন্ট যদি তৈরি করা যায়, কিংবা ভালো সিনেমা নিয়ে যদি দর্শকের সামনে হাজির হওয়া যায়, তবে দর্শক মুখ ফিরিয়ে নেয় না, দর্শকরা হলে আসতে চায়—সেটাই আজকে প্রমাণিত।’

প্রসঙ্গত, তুফান সিনেমায় দ্বৈত চরিত্রে আছেন শাকিব খান। তাঁর বিপরীতে রয়েছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। পরিচালনা করেছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী। প্রযোজনা করেছে আলফা আই। ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে চরকি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে রয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান