দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা অভিনীত নতুন একটি ধারাবাহিক এরইমধ্যে প্রচার শুরু হয়েছে। আর আগামী ১৮ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে নতুন আরো একটি ধারাবাহিক। পরপর দু’টি নতুন ধারাবাহিকে কাজ করায় ভীষণ উচ্ছ্বসিত মাহা।
এরইমধ্যে গেলো রবি ও সোমবার টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’। এটি পরিচালনা করছেন তপু খান। এতে নাটকটির অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হতে যাচ্ছে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভূত পরিবার’। ‘অদ্ভূত পরিবার’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনা ইমরাউল রাফাতের। সংলাপ লিখেছেন সজীব খান। এরইমধ্যে গেলো ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই ধারাবাহিকের প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন মাহা। এই নাটকেও অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন মাহা। মাহার চরিত্রের নাম তিতলী।
মাহা বলেন,‘ কমন প্রবলেম নাটকটি এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। তবে আমি আরো বেশি আশাবাদী অদ্ভূত পরিবার ধারাবাহিকটি নিয়ে। এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম তিতলী। আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন শখ আপু। তিনি গোপনে কাউকে না জানিয়ে বিয়ে করেন পাভেল ভাইকে। এভাবেই শুরু হয় নাটকের গল্প।
তিনি বলেন, তিতলী চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কাজটি আমি মন দিয়ে করার চেষ্টা করেছি। এরই মধ্যে ১৪ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আশা করছি প্রচারে এলে আমার অভিনীত তিতলী চরিত্রটিও দর্শকের মধ্যে সাড়া ফেলবে।
You must be logged in to post a comment.