মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

তারান্নুম আফরীনের বাসবে ভালো

ফোরাম প্রতিবেদক / ১৯৭ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৪, ২০২২
তারান্নুম আফরীনের বাসবে ভালো
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মুক্তি পেয়েছে প্রবাসী কন্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীনের নতুন গান বাসবে ভালো। গানটির কথা লিখেছেন অপরাজিকা চক্রবর্তী। সুর ও সংগীতায়োজন করেছেন সৌরভ বাবাই চক্রবর্তী। অপরাজিতা ও সৌরভের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন রিধিবান ব্যানার্জী, নেহা দাস ও গুঞ্জা। এই গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘এই গানটি মূলত ইন্ডিয়া থেকে করানো। ওখানকার মেধাবী কিছু মানুষ গানটির সঙ্গে জড়িত। এই গানের সুর ও সংগীত অন্য রকম। দেশীয় বাদ্যযেেন্ত্রর অনন্য ব্যবহার গানটিতে নতুন মাত্রা এনেছে।’ ‘বাসবে ভালো মিঠে কুয়াশা/ বাসবে ভালো মুঠোর ভরসা- বাসবে ভালো বৃষ্টির সকাল/ বাসবে ভালো মেঘের অন্তরাল..’ এমন দারুন কথায় গানটি প্রকাশিত হয়েছে ড. তারান্নুম আফরীনস স্টুডিও অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান