বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

তামিল সিনেমা প্রযোজনায় ক্রিকেটার ধোনি

ফোরাম প্রতিবেদক / ১৪৩ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৫, ২০২২
তামিল সিনেমা প্রযোজনায় ক্রিকেটার ধোনি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনি খেলেন চেন্নাই দলে। সেই থেকেই ভারতীয় দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে ধোনিকে নেতা হিসেবেই ডাকা হয়। ক্রিকেটের পর এবার সেই সম্পর্ক পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।

স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যে তৈরি হচ্ছে একটি পারিবারিক সিনেমা। ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নয়া জমানার গ্রাফিক নভেল ‘অথর্ব’।

ধোনির ছবিতে কে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত করা না হলেও দ্রুত ছবির নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রমেশ। তিনি বলেন, ‘সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যেটি পড়ে আমি অনেক উৎসাহিত হই। এটা একদম অন্য ধরনের এবং একটি দুর্দান্ত পারিবারিক ছবি।’

শুধু তামিলেই আটকে থাকতে চাননা ধোনি। বরং তার নজর বিভিন্ন ভাষায়। তবে আপাতত তামিল দিয়েই সিনেমা পরিক্ষা শুরু করতে চান ধোনি। তবে মূল লক্ষ্য অন্য ধারার ছবি তৈরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান