বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণার পর থেকেই দেশের ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বিতর্ক দানা বেঁধেছে সাকিব-তামিমকে নিয়েও। কেউ কেউ দাবি করছেন, সাকিব আল হাসানের সিদ্ধান্তের কারণেই দলে জায়গা পাননি তামিম ইকবাল। প্রকাশ্যে এসেছে তাঁদের মনোমালিণ্যের বিষয়টিও। এমন সমালোচনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব-তামিমকে মিলিয়ে দেওয়ার কেউ কি নেই, সেই প্রশ্ন তুললেন চলচ্চিত্র তারকা মিশা সওদাগর।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সংবাদপত্রের একটি কাটিং নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করে অভিনেতা বললেন, ‘‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে (সাকিব-তামিম) একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে দেবেন? কারণ একটা কথা তো আমরা সবাই জানি—যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচাইতে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা, এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ, জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। সেক্রিফাইস থাকলে সবই সম্ভব, উদাহরণ আমাদের বিজয় ’৭১।’’
পাশাপাশি মন্তব্য ঘরে এই অভিনেতা আরও উল্লেখ করেন, ‘কারোর সমালোচনা করার এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমারা অবগত আমাদের দেশের ক্রিকেট আমাদের সবচাইতে বড় আবেগ, আমি অনুরোধ করব—এমন কোনো কথা কেউ বলবেন না। আপনি-আমরা-ক্রিকেট-দেশ ছোট হোক।’
জাতীয় ক্রিকেট দলে তামিম-সাকিবের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। কারও কারও মতে, এই দুই তারকার দ্বন্দ্বে ভুগছে বিসিবি! যার সবশেষ নজির এলো বিশ্বকাপ দলে তামিমের জায়গা না পাওয়া। যদিও গতকাল এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দল ঘোষণা কিংবা কোচ বাছাইয়ে তাঁর কোনও হাত নেই, এসব সিদ্ধান্ত বোর্ডের।
You must be logged in to post a comment.