নতুন বছরকে স্বাগত জানাতে ভারতের গোয়ায় গিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার। সেখানেই এক হোটেলে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা।
তামান্না ও বিজয় যে হোটেলে পার্টিতে গিয়েছিলেন। তারাই ফাঁস করে দিয়েছেন সেই ভিডিও। নেহাতই ভুলবশত নাকি ইচ্ছাকৃত, চলছে নানা আলোচনা। তবে ভিডিওতে দেখা গিয়েছে ঘনিষ্ঠ অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরছেন, চুম্বনও করছেন। ভাইরাল হয়ে গেল দুজনের একটি ঘনিষ্ঠ ভিডিও।
সোমবার (২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তাদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চলছে জোর চর্চা। যদিও দুজনের কেউই স্বীকার করতে চান না, কিন্তু গুঞ্জন যে থামার নয়। নতুন বছর যেন সকল প্রশ্নের জবাব দিয়ে দিলো।
ভিডিওটি ফাঁস হতেই বিজয়কে পড়তে হয়েছে চরম কটাক্ষের মুখে। তার চেহারা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। অনেকেরই মন্তব্য, তামান্নার সঙ্গে মোটেও মানাচ্ছে না বিজয়কে। অনেকেই আবার তুলনা টেনে এনেছেন ভিকি-ক্যাটরিনার সঙ্গেও।
২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহারা’ দিয়ে অভিষেক হয় তামান্নার। হিন্দি সিনেমা জগতে তিনি পরিচিত নাম। তবে দক্ষিণে তিনি তারকা। ‘বাহুবলী’র মতো সিনেমায়ও তাকে দেখা গিয়েছে।
You must be logged in to post a comment.