শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

তামান্নার ফটোশুটে তুলকালাম নেট দুনিয়া

বিনোদন ডেস্ক / ২২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২৪
তামান্নার ফটোশুটে তুলকালাম নেট দুনিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

রাধাকৃষ্ণের প্রেমে বিকৃতি প্রদর্শনের অভিযোগে তোপের মুখে পড়েছেন ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া। এক ফটোশুটে রাধা ও কৃষ্ণের প্রেমকে তুলে ধরা হয়। কৃষ্ণপ্রেমে মগ্ন রাধাকে দেখে তামান্নাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁর অনুরাগীরা।

তবে বিরাগভাজনও হয়েছেন। কারণ এ ফটোশুটে এমন কিছু ছবি আছে যা তাদের ভাবমূর্তির সঙ্গে যায় না বলে মনে করেছেন অনেকে। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলে দাবি তাদের।

জানা যায়, কিছু দিন আগেই রাধাকৃষ্ণের সেই ফটোশুট করেছিলেন অভিনেত্রী। একটি পোশাক বিপণন সংস্থার সেই শুটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন তিনি। এর কিছু ছবিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। চাপে পড়ে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছেন তামান্না।

এক দলের দাবি, এই শুটে নাকি রাধাকৃষ্ণের প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে। এই অভিযোগে একের পরে এক পোস্ট করা হয়। অভিযোগকারীরা একটি বিবৃতিতে বলেন, ‘মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এত বড় সাহস কী ভাবে হয় আপনাদের!’

জানা যায়, পোস্টগুলোতে তামান্নার পোশাক নিয়েও আক্রমণ করা হয়। এর পরেই চাপে পড়ে অভিনেত্রী ও পোশাক বিপণন সংস্থার পক্ষ থেকে এই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন অবধি কর্তৃপক্ষ কেউই মন্তব্য করেননি।

এদিকে, কিছু দিন আগেই তামান্নাকে দেখা গিয়েছে ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এ। এ ছাড়াও জন আব্রাহাম অভিনীত ‘বেদা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান