“রূপসা নদীর বাঁকে”-র পর তানভীর মোকাম্মেলের এবারের কাহিনীচিত্রটি হতে চলেছে পল্লীকবি জসীমউদ্দীনের “সোজন বাদিয়ার ঘাট”। দুই ঘন্টা দৈর্ঘ্যরে এ ছবিটার অভিনেতা-অভিনেত্রী ও লোকেশন বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে।
“সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। ছবিটি সম্পাদনা করবেন মহাদেব শী ও আবহসঙ্গীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। ছবিটির কাস্টিং ডিরেক্টর ও পোষাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ। ছবিটির সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। ছবিটি কিনো-আই ফিল্মস প্রযোজনা করবে এবং ছবিটি সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদদীন মওদুদ।
You must be logged in to post a comment.