সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

তমা মির্জার আইনি নোটিশ, পাল্টা ব্যবস্থা নেবেন মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক / ৪১ জন দেখেছেন
আপডেট : মে ২৩, ২০২৪
তমা মির্জার আইনি নোটিশ, পাল্টা ব্যবস্থা নেবেন মিষ্টি জান্নাত
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশটি দিয়েছেন নায়িকা তমা মির্জা।

বৃহস্পতিবার (২৩ মে) আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলমের মাধ্যমে নোটিশটি পাঠান অভিনেত্রী তমা মির্জা। আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দেয়ার জন্য বলা হয়েছে নায়িকা মিষ্টি জান্নাতকে।

তমা মির্জার পাঠানো আইনি নোটিশে সোশ্যাল মিডিয়ায় থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের মানুষের কাছে সুনাম নষ্ট হয়েছে তার (তমা মির্জা)। যা তার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে।

আরও বলা হয়েছে, এ ধরনের মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। ডিজিটাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। আর এসব কারণে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

এদিকে চিত্রনায়িকা তমা মির্জার আইনি নোটিশ প্রসঙ্গে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত বলেন, তার (তমা মির্জা) পাঠানো নোটিশ এখনো হাতে পাইনি আমি। তবে বিভিন্ন গণমাধ্যমের বরাত জেনেছি বিষয়টি। আমি স্পষ্ট বলতে চাই, আমি কারও নাম উল্লেখ করিনি। তিনি কেন গায়ে মাখলেন তা আমি জানি না।

মিষ্টি জান্নাত আরও বলেন, আমি এখন পাল্টা আইনি ব্যবস্থা নেব। এ ধরনের মিথ্যা নোটিশের মাধ্যমে হয়রানির মানে কী? এখন তো আমাকেও আইনি ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান