রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

‘তবুও মন’ নিয়ে আসছেন জোভান- তটিনী

বিনোদন প্রতিবেদক / ৩৯ জন দেখেছেন
আপডেট : জুন ৩, ২০২৫
‘তবুও মন’ নিয়ে আসছেন জোভান- তটিনী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

তমাল বেশ ধীরস্থির যুবক। পড়াশুনা শেষ করে চাকরি পেয়েছে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। বসবাস করেন পরিবারের সঙ্গে ঢাকায়। বিপরীতে তমালের প্রেমিকা তথা হবু-বউ রায়া থাকেন রাজশাহী। পড়াশুনা শেষ হয়নি। স্বভাবে তমালের পুরো বিপরীত; তুমুল চঞ্চল। মোটামুটি এমন দুই বিপরীতধর্মী চরিত্র নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’।

কিঙ্কর আহসানের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান।

এতে তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং রায়া চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী। দু’জনকে নিয়ে নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ।

নির্মাতা জানান, এটা মিষ্টি গল্পের পারিবারিক একটি নাটক। যেখানে প্রেম ও পরিবার, চঞ্চলতা ও স্থিরতা; মিলেমিশে একাকার।

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তবুও মন’-সহ এবারের ঈদে সিএমভির ব্যানারে প্রকাশ হচ্ছে এক ডজন বিশেষ নির্মাণ। যা চাঁদরাত থেকে ক্রমশ প্রকাশ হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান