শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ঢাকা মেকার্স উৎসবে কৃষ্ণকলি-সাবকনসাস ছাড়াও গাইবেন যাঁরা

বিনোদন প্রতিবেদক / ৪১ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৫
ঢাকা মেকার্স উৎসবে কৃষ্ণকলি-সাবকনসাস ছাড়াও গাইবেন যাঁরা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আর্ট, ক্র্যাফট, ফ্যাশন ও সংগীত নিয়ে রাজধানী ঢাকায় আজ শুরু হচ্ছে ঢাকা মেকার্স। এবারের উৎসবে প্রতিদিনই থাকছে সংগীত আয়োজন। যেখানে গান গাইবেন ৯ জন সংগীতশিল্পী।

কারুশিল্পের এই উৎসব চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেকার্সের জনসংযোগ কর্মকর্তা অমিয়া খন্দকার জানান, প্রথম দিন সন্ধ্যায় গান শোনাবেন মুইজ মাহফুজ ও কৃষ্ণকলি। দ্বিতীয় দিন গান শোনাবেন ব্যান্ড ‘সাবকনসাস’ ও ‘পাওয়ারসার্জ’।

তৃতীয় দিনের আয়োজনে থাকছে ‘মেট্রোলাইফ’র পরিবেশনা। একই দিন গাইবেন গায়ক কফিল আহমেদ। চতুর্থ দিন থাকছে কনক আদিত্যের গান ও পোস্ট অফিস সোসাইটির পারফরম্যান্স। শেষদিন গান পরিবেশনা করবেন ‘দ্য রেহমান ড্যুও’।

খন্দকার বলেন, ‌‘তালিকা দেখলেই বুঝতে পারবেন, আমরা সব বয়সী দর্শকের জন্যই আয়োজন রাখছি। কৃষ্ণকলি যেমন থাকছেন, পাশাপাশি রক ব্যান্ডও থাকছে, আবার অ্যাকোয়েস্টিক পারফরম্যান্সও রেখেছি।’

এসব আয়োজনের সঙ্গে শেষ দিন একটি চমক রয়েছেন বলে জানিয়েছেন খন্দকার। তাঁর ভাষ্য, ‘এটি উৎসব শুরু হওয়ার পর জানিয়ে দেওয়া হবে। গান ছাড়াও মঞ্চে সারাদিনই বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।’

আয়োজক প্রতিষ্ঠান জানায়, এবারের উৎসবে যুক্ত হচ্ছেন প্রায় ৮০ জন শিল্পী। থাকছে তাঁদের হাতে তৈরি ঐতিহ্যবাহী কারুশিল্প, তিনশ’র বেশি শিল্পকর্মের পসরা। কারুশিল্প বাণিজ্যে আগ্রহী তরুণদের জন্য থাকছে ১৯টি কর্মশালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান