বিশ্বজুড়ে পরিচিত মুখ রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া ঢাকায় এসেছেন। শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই গায়িকা।
এদিন রোমানিয়ান গায়িকা ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান, “১৩ ঘণ্টা ফ্লাইটের পর অবশেষে ঢাকায় অবতরণ করলাম। আগামীকাল (শনিবার) কনসার্টে আপনাদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না।”
এর আগে ত্রিশ বছর বয়সী ওটিলিয়া ঢাকায় আসার বিষয় নিশ্চিত করে ফেসবুকে এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, “আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, প্রথমবারে মতো ঢাকায় আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে।”
এদিকে জানা গেছে, ‘নোকিয়া জি-২১’ ফোনের একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার ঢাকায় এসেছেন ওটিলিয়া। রোববার (২৩ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন রোমানিয়ান এই গায়িকা।
ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। তিনি ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে জড়িত। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ শিরোনামের গানটি প্রকাশ করলে রাতারাতি পরিচিতি লাভ করেন তিনি। আর এবারই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেন এই গায়িকা।
You must be logged in to post a comment.