মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ‘ব্ল্যাক অ্যাডাম’। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন। এর ফলে শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মিত ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো চলচ্চিত্র ‘ব্ল্যাক অ্যাডাম’।
আগামী ২১শে অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত এই সিনেমা। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে এ সিনেমা নিয়ে। ইতোমধ্যে সিনেপ্লেক্স সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। হল কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান স্টার সিনেপ্লে¬ক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
ব্ল্যাক অ্যাডাম ছবির সবচেয়ে বড় আকর্ষণ ছবিটির নাম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন।
ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ হলো ‘ব্ল্যাক অ্যাডাম’। ১৯৪০-এর দশকেই প্রথমবারের মতো ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। পরবর্তীতে ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার ঝড় উছেছে সিনেমাপ্রেমীদের মাঝে।
You must be logged in to post a comment.