মার্চের প্রথম সপ্তাহে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আগামী ৩ ও ৪ মার্চ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ উৎসব।
এ বছর মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন ৩৫টি দেশের মোবাইল ফোন সিনেমা নির্মাতারা। পাঁচটি ক্যাটাগরিতে মূল্যায়নের জন্য জমা পড়েছে মোট ১৭৬টি চলচ্চিত্র। যা মূল্যায়ন করার জন্য মনোনীত করা হয়েছে পাঁচ জন জুরি।
এবারের উৎসবের পাঁচটি ক্যাটাগরি হলো ‘ওপেন ডোর ফিল্ম’, ‘শর্ট ফিল্ম’, ‘ভার্টিক্যাল ফিল্ম’, ‘ওয়ান মিনিট ফিল্ম’ এবং ‘মোজো স্টোরিজ’। সব মিলিয়ে প্রদর্শন করা হবে ৬৪টি চলচ্চিত্র।
ফিল্ম ফেস্টিভ্যালটির এবারের সংস্করণে জুরি বোর্ড গঠন করা হয়েছে দুটি গ্রুপে। ‘শর্ট ফিল্ম’ এবং ‘ওয়ান মিনিট’ ক্যাটাগরির ফিল্মগুলো পর্যালোচনা করবেন ইরানি অভিনেতা ও লেখক আরশিয়া জেনালি। তার সঙ্গে থাকবেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু এবং নির্মাতা মাসুদ হাসান উজ্জল।
অন্যদিকে ‘ওপেন ডোরস’ ও ‘ভার্টিক্যাল’ ক্যাটাগরির ছবিগুলো বিচার করবেন ব্রিটিশ লেখক, প্রযোজক এলসপেথ ওয়েলডি এবং বাংলাদেশী অভিনেতা, পরিচালক গাজী রাকায়েত।
You must be logged in to post a comment.