শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

ঢাকায় কোয়াবের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক / ৯৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৯, ২০২৪
ঢাকায় কোয়াবের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সকল বৈষম্যমূলক কালো আইন প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বংলাদেশ (কোয়াব)। আজ সোমবার আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে মানবন্ধন করে সংগঠনটি। কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চলের নেতৃত্বে মানববন্ধনে প্রায় অর্ধশত ক্যাবল ব্যবসায়ী অংশ নেন।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারকলিপি বিটিআরসি কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়। এতে ৬ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো-

১. আইএসপি’র জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্যমূলক ৭(৬) ধারা বাতিল করতে হবে।

২. বিটিআরসি কর্তৃক গৃহীত সকল বৈষম্যমূলক কালো আইন প্রত্যাহার করতে হবে।

৩. আইএসপি দ্বারা পরিচালিত অবৈধভাবে পাইরেসির মাধ্যমে পরিবেশিত সকল দেশি-বিদেশি, ফ্রি টু এয়ার ও পে-চ্যানেল বন্ধ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. ওটিটি, আইপিটিভি সহ বিভিন্ন অ্যাপস’র মাধ্যমে পরিবেশিত টিভি চ্যানেলের লাইভ ভিডিও স্ট্রিমিং বন্ধ করণে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৫. আইপি ফিডের মাধ্যমে যাতে কোন দেশি-বিদেশি, ফ্রি টু এয়ার ও পে-চ্যানেল সম্প্রচারিত না হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. ইতিমধ্যে ৭(৬) ধারার আলোকে যে সমস্ত আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে তা পূণর্বহাল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান