টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র কলকাতার পাশাপাশি বাংলাদেশে বেশ পরিচিত। হোক তা অভিনয়, সৌন্দর্য কিংবা ঠোঁটকাটা স্বভাবের জন্য। অভিনয় নিয়ে মাঝে মাঝে সোশ্যালে কথা বললেও এরই ফাঁকে কখনো সমসাময়িক বিষয়েও কথা বলতে দেখা যায় তাকে। নতুন খবর হচ্ছে, টালিউডের এই অভিনেত্রী এবার ঢাকায় আসছেন। যা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন শ্রীলেখা।
ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা মিত্র বলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় আসছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি সিনেমাটি দেখাতে পারব আপনাদের।
অভিনেত্রী নিজেও ভিডিওটি ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, কলকাতা ফিল্ম ফেস্টিভালে স্থান পায়নি আমার সিনেমা ‘এবং ছাদ’। তবে ঢাকায় পেয়েছে। যাইহোক, বিচক্ষণ আপনারা। বাকিটা বুঝে নেবেন।
শ্রীলেখা ফেসবুকে এই পোস্ট দেয়ার পরে সেখানে মন্তব্যের ঘরে অনেকেই স্বাগতম জানিয়েছেন তাকে।
জানা গেছে, ২০২৩ সালের ১৪ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী চলবে উৎসবের আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে এই আসরে। আর সেখানেই প্রদশর্ন করা হবে টালিউড অভিনেত্রী শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমা।
You must be logged in to post a comment.