শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন ‘কুরুলুস উসমানে’র নায়ক

বিনোদন ডেস্ক / ৪৬ জন দেখেছেন
আপডেট : মে ১৭, ২০২৪
ঢাকায় আসছেন ‘কুরুলুস উসমানে’র নায়ক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বাংলা ভাষায় ডাবিং করা তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘কুরুলুস উসমান’। এতে উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট ঢাকায় আসছেন। ‘কুরুলুস উসমান’ সিরিজের এই নায়ক বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়।

বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, ‘সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে’।

মূলত একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ‘কুরুলুস উসমান’ সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনও জানানো হয়নি।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট তুরস্কের অভিনেতা। উসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা তার। পাশাপাশি ‘সুলতান সুলেমান’ সিরিজে বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত বুরাক।

সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান। এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম বুরাক অ্যাজিভিটের। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট।

এক বোন, নাম বুরসান দেনিস। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান