বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সালমান খান। গত বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’ এর উদ্বোধনের জন্য ঢাকায় এসেছিলেন অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান। এবারও একই উদ্দেশ্যে ঢাকায় আসছেন সালমানের ভাই অভিনেতা আরবাজ খান।
রাজধানী ঢাকায় এবং চট্টগ্রামে দুটি আউটলেট চালু করতে যাচ্ছে বলিউড ভাইজানের ক্লোথিং ব্র্যান্ড। এ কারণেই ঢাকায় আসবেন তার ভাই অভিনেতা আরবাজ। সম্প্রতি ‘বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ’-এর ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়েছে এ তথ্য।
এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে আরও দুটি আউটলেট চালু করছে প্রতিষ্ঠানটি। একটি ধানমন্ডির ১৬ নম্বর রোডে (পুরনো ২৭ নম্বর), অন্যটি চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডে। এতে প্রধান অতিথি হিসেবে দুটি শাখার উদ্বোধন করবেন আরবাজ খান। এছাড়া সঙ্গে সালমানের ভগ্নিপুত্র অয়ন অগ্নিহোত্রী উপস্থিত থাকবেন।
ধানমন্ডি শাখা চালু করা হবে আগামী ৭ এপ্রিল। এর দুদিন পর চালু হবে চট্টগ্রামে। এ কারণে বাংলাদেশে কয়েক দিন থাকবেন আরবাজ খান ও তার সফরসঙ্গীরা।
এদিকে জানা গেছে, উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ ক্রেতাকে তার অটোগ্রাফসহ ক্যাপ উপহার দেয়া হবে।
প্রসঙ্গত, ২০১২ সালে চালু হয় ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’ ব্র্যান্ড। বর্তমানে বিশ্বের ১৫টিরও বেশি দেশে আউটলেট রয়েছে প্রতিষ্ঠানটির। বিশ্বজুড়ে ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে এর।
You must be logged in to post a comment.