বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

‘ডেডপুল ৩’-এ ‘উলভারিন’ রূপে ফিরবেন হিউ জ্যাকম্যান

ফোরাম প্রতিবেদক / ২৮৮ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২২
‘ডেডপুল ৩’-এ ‘উলভারিন’ রূপে ফিরবেন হিউ জ্যাকম্যান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র উলভারিন। লোমশ এবং ধাতব নখওয়ালা এক পরিবর্তনশীল অ্যান্টি-হিরো। ২০১৭ সালের ‘লোগান’-এর পরে এই চরিত্রে আরা দেখা যায়নি অভিনেতাকে। ভক্তদের সব আফসোস ঘুচিয়ে অবশেষে ‘উলভারিন’ রূপে ফিরছেন অভিনেতা। ‘ডেডপুল ৩’-এ ‘উলভারিন’ রূপে ফিরবেন হিউ জ্যাকম্যান।

‘ডেডপুল’ তারকা রায়ান রেনল্ড তার অফিশিয়াল টুইটার পেজে সিনেমাটির ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ‘উলভারিন’ চরিত্রের প্রত্যাবর্তনের কথা এবং মুক্তির তারিখ।

টুইটার পোস্ট করা ভিডিওর ক্যাপশনে রায়ান রেনল্ড লিখেছেন, ‘মুখ বন্ধ করে রাখা কঠিন হয়ে যাচ্ছে’। ভিডিওতে ‘উলভারিন’ ফেরার ইঙ্গিত দিয়েছেন রায়ান রেনল্ড। আর এই চরিত্রে হিউ জ্যাকম্যানই থাকছেন।

২০০০ সালে ‘এক্স ম্যান’ ছবিতে প্রথম ‘উলভারিন’ চরিত্রে অভিনয় করেন হিউ জ্যাকম্যান। এই ভূমিকায় ১৭ বছরে আটটি ছবিতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান। সর্বশেষ ২০১৭ সালে ‘লোগান’ ছবিতে ‘উলভারিন’ চরিত্রে দেখা গেছে অভিনেতাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান