মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলিউড অভিনেত্রী ভূমি

বিনোদন ডেস্ক / ৬৯ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২২, ২০২৩
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলিউড অভিনেত্রী ভূমি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এ খবর জানা যায়।

শারীরিক অবস্থার অবণতি হওয়ায় ভূমিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।

কিছুটা সুস্থ হবার পরে ভূমি পেডনেকার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এই অভিনেত্রী। ক্যাপশনে ভূমি লিখেছেন, ডেঙ্গু মশা গত ৮ দিন প্রচন্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর দারুণ লাগছে। আর এজন্য সেলফি তুলেছি।

সবাইকে সাবধান করে দিয়ে ভূমি বলেন, ‘বন্ধুরা সাবধান!!গত কয়েকটি দিন আমি এবং আমার পরিবার কঠিন সময় পার করেছি। এখন মশা নিরোধ করা জরুরি। উচ্চ পরিবেশ দূষণের কারণে আমাদের বেশিরভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। সবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা দরকার। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আবারও এক অদৃশ্য ভাইরাস (শত্রু) আমাদের পরিস্থিতি দুর্বিষহ করে তুলেছে। আমার বিশেষ যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের অশেষ ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান