অভিনেতা নিলয় আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল (১ সেপ্টেম্বর) তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এ অভিনেতা।
তিনি বলেন, ‘জ্বর যখন কমে যাচ্ছিল তখনই রিপোর্ট এলো পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। চিকিৎসকরা বললেন, আরো বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে।’
তিনি জানান, এ কারণে আপাতত কাজে ফেরা হচ্ছে না তার। অভিনেতার ভাষায়, ‘খুব ইচ্ছে ছিল শুটিং শুরু করার। কিন্তু সম্ভব হচ্ছে না! কবে শুরু করতে পারবো; সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো, সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই।’
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনয়শিল্পী নিশাত আরা আলভিদা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাত্র ১৯ বছর বয়সী এই মডেলের মৃত্যু হয়। জানা গেছে, নিশাত এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চলতি মাসেই তিনি পরীক্ষার টেবিলে বসতেন। তবে সেটা আর হলো না।
You must be logged in to post a comment.