বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

ডিসেম্বরে মা হচ্ছেন শুভশ্রী

ফোরাম প্রতিবেদক / ১৩২ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৭, ২০২৩
ডিসেম্বরে মা হচ্ছেন শুভশ্রী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আবারও মা হচ্ছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সে খবরটা তিনি নিজেই জানিয়েছিলেন গত ২৮ জুন। এবার জানালেন ডিসেম্বরে আসছে দ্বিতীয় সন্তানটি।

অন্তঃসত্ত্বা অবস্থায়ই ভারতীয় বাংলা রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’র বিচারক হিসেবে কাজ করছেন নির্মাতা রাজ চক্রবর্তীর ঘরণী। বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’

সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেলে’ নজর কেড়েছে শুভশ্রীর অভিনয়। সংসার আর ক্যারিয়ার একসঙ্গে সামলানোর ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী বলেন-‘আমার কোনও অসুবিধা হয় না। কারণ আমার সঙ্গে আমার পরিবারের সকলের নিঃস্বার্থ সমর্থন রয়েছে। আমি যে কাজটা করি সেটা আমি ভালোবাসি, সেটা মন দিয়ে করি। আর ছেলে ইউভানও বোঝে যে মা-কে কাজে যেতে হয়, সেটা ও সম্মান করে। দ্বিতীয় সন্তান এলে আমাদের পরিবার পূর্ণ হবে।’

দ্বিতীয়বার মা হওয়ার পর কী কাজের জগত থেকে বিরতি নেবেন অভিনেত্রী? তার জবাব, ‘কাজের ব্যাপারে আমি চুজি। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার আছে। যে সব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব। তারপর বিরতি নেব। কারণ ডেলিভারির পর শরীরকে সময় দিতে হবে পুরোপুরি সুস্থ হতে।’

নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী গাঙ্গুলি। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান