রাজধানী ঢাকায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজনে ৪০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। এর আগে কখনো এভাবে ডিমের দাম বাড়তে দেখা যায়নি। দেশে নিত্যপণ্যের মূল্য যখন ধীর গতিতে বেড়ে চলছে, সেই সময় ভরসার একমাত্র ডিমের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ।
অস্বাভাবিকভাবে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম কখন কমবে তাও অজানা। এ কারণে ডিমের দাম কমানোর জন্য আপাতত ডিম কেনা থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।
মঙ্গলবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে এই আহ্বান জানান ওমর সানী।
এদিন এই অভিনেতা ফেসবুকে লিখেন, “১ দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন, দেখবেন এর দাম কমে গেছে। চলেন তাই করি।”
You must be logged in to post a comment.