বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

ডিভোর্স’ ভয়েই বিয়ে করছেন না মিমি?

ফোরাম প্রতিবেদক / ১০৯ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৭, ২০২৩
ডিভোর্স' ভয়েই বিয়ে করছেন না মিমি?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টলি অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তার স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও।

সম্প্রতি বিয়ে নিয়ে নিজের মতামত শেয়ার করে ফের শিরোনামে উঠে এসেছেন নায়িকা মিমি। তার মতে, শতকরা ১শত জনের মধ্যে অর্ধেকেরই বিয়ে টেকে না৷ তবে কি এই কারণেই ছাদনাতলায় যেতে রাজি হচ্ছেন না নায়িকা?

সম্প্রতি ইনস্টা স্টোরিতে মিমি একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন৷ যেখানে লেখা ছিল- ৫০ শতাংশ বিয়ে গড়ায় ডিভোর্সে৷ তারপরই লেখা ১০০ শতাংশ পিৎজা ডেলিভারি খুশি নিয়ে আসে৷ তাই পিৎজা ১ এবং ভালবাসা ০৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মিমির এই পোস্ট৷

বরাবরই ব্যক্তিগত জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন মিমি চক্রবর্তী। এবারও নিজের উপলব্ধি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী৷

৩৪ বছরের গন্ডি পার করেও এখনও বিয়ের পিঁড়িতে যেতে নারাজ টলিসুন্দরী৷ প্রেম ভাঙার পর প্রায় কেটে গিয়েছে ৭ বছর৷ এখনও তিনি সিঙ্গল৷ তার লাভ লাইফ নিয়েও চর্চা কম হয় না৷ তবে বিয়ে নিয়ে বিশেষ কোনও তাড়াহুড়ো নেই৷

দিনকয়েক আগেও দাম্পত্য নিয়ে মজার রিল ভিডিও পোস্ট করেছিলেন মিমি৷ সেখানেও আক্ষেপ প্রকাশ করেছিলেন নায়িকা৷ তবে কি এই বিশেষ কারণেই ছাদনাতলায় যেতে নারাজ টলি অভিনেত্রী ৷ আপতত কেরিয়ারেই পুরোপুরি ফোকাস করছেন মিমি চক্রবর্তী৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান