শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

ডলি জহুরকে আজীবন সম্মাননা দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অঞ্জনা

ফোরাম প্রতিবেদক / ১৪৩ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৭, ২০২৩
ডলি জহুরকে আজীবন সম্মাননা দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অঞ্জনা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এ বছর ২৭ ক্যাটাগরিতে দেয়া হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যাদের এ সম্মাননা প্রদান করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

জানা যায়, এ বছরও যৌথভাবে আজীবন সম্মাননা প্রদান করা হবে। আজীবন সম্মাননা পেতে পারেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে আজীবন সম্মাননার তালিকায় ডলি জহুরের নামটি শুনে তা নিয়ে প্রশ্ন তুললেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান।

শুক্রবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুকে অঞ্জনা লেখেন, ‘এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২১) কয়েকটা ক্যাটাগরিতে সত্যিকার অর্থে হাস্যকর লেগেছে, কিছুই বলার নেই।’

তিনি বলেন, ‘ডলি জহুর আপাকে কেন আজীবন সম্মাননা দেওয়া হবে এটা আমার বোধগম্য হয় না। নিঃসন্দেহে তিনি ভালো অভিনেত্রী, কিন্তু তার চেয়ে স্বনামধন্য দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা নূতন, সুচরিতা, চিত্রনায়ক ও নৃত্য পরিচালক জাভেদ ভাই, যারা স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত চলচ্চিত্রশিল্পে নিরলসভাবে কাজ করে চলেছেন।’

অঞ্জনা আরও বলেন, ‘তাদেরকে না দিয়ে কেন ডলি আপাকে দিল এটা আসলেই হাস্যকর। ডলি আপা মূলত টেলিভিশন নাট্যশিল্পী, চলচ্চিত্রে তিনি এসেছেন আশির দশকের মাঝামাঝি সময় কিন্তু এর অনেক আগেই জাভেদ ভাই সুচরিতা ও নূতন চলচ্চিত্র শিল্পে সুপ্রতিষ্ঠিত।’

জুরি বোর্ডের সদস্যদের নিয়ে অঞ্জনা বলেন, ‘জুরি বোর্ডে এবার যারা ছিলেন তারা কি বাংলা চলচ্চিত্রের সঠিক ইতিহাস ভুলে গেছেন কি না আমি জানি না।’

চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে। ১৯৭৫ সাল থেকে, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ একটি বড় ইভেন্ট যা বর্ণাঢ্য কর্মসূচি, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে প্রতি বছর আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান