বেসুরো গলায় গান গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল চাহাত ফতেহ আলী খান। অদ্ভুত গাওয়ার ভঙ্গি ও মিউজিক ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। মূলত, সমাজ মাধ্যমে ট্রলের অন্যতম বড় উপাদান হিসেবে ব্যবহৃত হয় তার গান।
চাহাত ফতেহ আলী খানের গান মানেই বিতর্ক, ট্রোল আর মনোরম হাসির খোরাক। থেকে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের রিল হয়ে।
পাকিস্তানের পাঞ্জাবে ১৯৬৫ সালের মার্চে চাহাতের জন্ম। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডের লন্ডন স্কুল অব ইকোনমিক্সে শিক্ষা লাভ করেন। পরে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস স্কুল অব ইকোনমিক্সে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।
ক্রিকেটের ২২ গজেও দেখা গেছে তাকে। লাহোর ক্রিকেট দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, করেছেন ১৬ রান। একটা সময় পর যুক্তরাজ্যে চলে যান। সেখানে প্রায় ১২ বছর ক্লাব ক্রিকেট খেলেন। তারপর ক্রিকেট থেকে অবসর নিয়ে ট্যাক্সি চালকের পেশা বেছে নেন।
অনলাইনে চাহাতের উত্থান হয় লকডাউনের সময়। তখন ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে গানচিত্রগুলো প্রকাশ শুরু করেন। তিনি মূলত জনপ্রিয় গানের প্রচলিত সুরের বাইরে উপস্থাপন করেন। সেটাকে এককথায় প্যারোডি বলা যায়।
সম্প্রতি ‘বাদো বাদি’ শিরোনামের একটি গানচিত্র প্রকাশ করেছেন চাহাত। যা সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ তো বটেই, ভারত-পাকিস্তানের অনেক তারকাও গানটির রিল তৈরি করছেন।
ভারতীয় ছবি ‘বানারসি ঠগ’ ছবিতে নূরজাহান এই গানটি গেয়েছিলেন। সেটির নাম ‘আঁর লরি বাদো বাদি’। সেই গান থেকেই চাহাত ফতেহ আলি খান এমন একটি গান তৈরি করে ইউটিউবে প্রকাশ করেন গত এপ্রিলে। তারপরেই ভাইরাল হয়। যদিও পরে কপিরাইটের সমস্যার কারণে এটি তুলে নেয়া হয়। তবে জানা গেছে, খুব তাড়াতাড়ি এর দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন নেটদুনিয়া কাঁপাতে।
You must be logged in to post a comment.