হলিউড পরিচালক জেমস ক্যামেরনের সুখ্যাতি বিশ্বজোড়া। ২০০৯ সালে মহাকাব্যিক অ্যাডভেঞ্চার ‘অ্যাভাটার’ সিনেমা দিয়ে সারাবিশ্বে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। দীর্ঘ ১৩ বছর ধরে বক্স অফিসে ঝড় তুলতে আসছে এ ছবির সিকুয়্যাল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’।
বুধবার (২ নভেম্বর) বহুল প্রতীক্ষিত সাই-ফাই অ্যাকশন ফিল্ম ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে অন্তর্জালে। ট্রেলার দিয়ে আবারও বিস্ময় উপহার দিলেন জেমস ক্যামেরন। সত্যিকারের সিজিআই বিস্ময় দেখানোর ক্ষেত্রে হলিউড কিংবদন্তি পরিচালকের জুরি মেলা ভার।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেমস ক্যামেরন ট্রেলারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্যান্ডোরা এই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে।অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে চমৎকার ট্রেলারটি। প্রায় আড়াই মিনিটের ট্রেলারে প্যান্ডোরার অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ দেখানো হয়েছে, আলফা সেন্টোরি সিস্টেম থেকে গ্যাস জায়ান্ট পলিফেমাসের পৃথিবীর মতো বাসযোগ্য এক্সট্রা সৌর চাঁদ, যা আগে মূল ছবিতে দেখানো হয়েছিল। ক্যামেরন এবার দর্শকদের পানির নিচের এক মহাজাগতিক দুনিয়া দেখাতে যাচ্ছেন।
আগামী ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম সহ বেশ কিছু ভাষায় মুক্তি পাবে সিনেমা। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এ অভিনয় করেছেন জো সালডানা, স্যাম ওয়ার্থিংটন, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, এডি ফ্যালকো, জেমেইন ক্লেমেন্ট এবং কেট উইন্সলেট।
You must be logged in to post a comment.