সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

টেলিভিশনকে রক্ষা করতে আমাদের অনেক যত্নবান হতে হবে: ফরিদুর রেজা সাগর

ফোরাম প্রতিবেদক / ২২৫ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১, ২০২২
টেলিভিশনকে রক্ষা করতে আমাদের অনেক যত্নবান হতে হবে: ফরিদুর রেজা সাগর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়াকে অনেক শক্তিশালী মাধ্যম উল্লেখ করে টেলিভিশনকে রক্ষা করতে আমাদের অনেক যত্নবান হতে হবে বলে মন্তব্য করেছেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

চ্যানেল আইয়ের দুই যুগে পদার্পণ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।

চ্যানেল আইয়ের দুই যুগে পদার্পণ

অনেক বছর আগের স্মৃতি উল্লেখ করে ফরিদুর রেজা সাগর বলেন, ‘‘বিখ্যাত সাংবাদিক রফিকুল হক দাদুভাই আমাকে বলেছিলেন, তুমি প্রায়ই গল্প করো যে কনার কাছে একটা বিরাট বিস্ময়- তোমাদের বাসায় এতগুলো দৈনিক পত্রিকা রাখা হয় কেন? একটা পত্রিকা রাখলেই তো হয়। ওদিকে আবার তোমরা রেডিও টেলিভিশনের সঙ্গেও জড়িত। সেখানে নিয়মিত কাজ করো।অনেক খবর আগেই জেনে যাও।তারপর তুমি আর তোমার মা নিয়মিত টেলিভিশন সংবাদ দেখে থাকো। প্রতিদিন সবগুলো পত্রিকা পড়ে থাকো।

দাদুভাই বললেন, কেন?

কিন্তু কনা আরেকটি রহস্যের কথা খেয়াল করেনি। সেটা হলো প্রায় সবগুলো পত্রিকার প্রথম পাতায় একই রকম সংবাদ থাকে। কোনো কাগজে হয়তো প্রথম কলামে ছাপা হয়। কোনো কাগজে শেষ কলামে। পত্রিকার পলিসি অনুযায়ী ছাপা হতো। প্রথম পাতার খবর গুরুত্ব অনুসারে প্রথম পাতাতেই স্থান পেত। কিন্তু এখনকার যুগে সব পত্রিকার প্রথম পাতায় একই খবর একই রকম ছাপা হয় না। এমনকি কোনো কোনো পত্রিকার প্রথম পাতার খবর অন্য পত্রিকার ভেতরের পাতায়ও ঠাঁই পায় না। আর এক্সক্লুসিভ খবর কোনো পত্রিকায় এককভাবে থাকে। দেশে এখন অনেক পত্রিকা। অনেক টেলিভিশন চ্যানেল। ঘণ্টায় ঘণ্টায় খবর। টেলিভিশন চ্যানেলগুলোরও একই অবস্থা। একেক চ্যানেলে একেক খবর। হেডিং লাইনে গুচ্ছ সংবাদ একেক চ্যানেলে একেক রকম। কোনটা যে বেশি গুরুত্বপূর্ণ তা যাচাই করা খুবই কঠিন। অনুষ্ঠানের ব্যাপারেও ঐ একই কথা প্রযোজ্য। কোন অনুষ্ঠান ভালো কোন অনুষ্ঠান প্রাইম টাইমের, কোন সিরিয়াল দীর্ঘদন চলবে, কোন নাটক বা সঙ্গীতানুষ্ঠানের জন্য দর্শক বসে থাকবে সেটা নির্ধারণ করা খুব কঠিন। তাহলে এতগুলো চ্যানেল , এতগুলো পত্রিকা বা মিডিয়া জগতের এই বিরাট সাম্রাজ্য কী করে দর্শক শ্রোতা বা পাঠকের মন জয় করবে?’’

চ্যানেল আই বরাবরই নতুনের প্রতিনিধিত্ব করে: শাইখ সিরাজ

তিনি বলেন, ‘‘কারণ মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়া অনেক শক্তিশালী মাধ্যম। একটা ছোট উদাহরণ দেয়া যাক, একটা শব্দ এদিক ওদিক হলেই তার অর্থ পাল্টে যায়। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। এই বাক্য পাঠের সময় কেউ যদি কাজী নজরুলের পরে একটু দম নেন তাহলে বাক্যটা হবে কাজী নজরুল… ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। অর্থ পাল্টে যাবে। সেটি শ্রুতিমধুর শোনাবে না। টেলিভিশন এতটাই সেনসেটিভ। টেলিভিশনকে রক্ষা করতে তাই আমাদের অনেক যত্নবান হতে হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান