মোট ১২টি গ্র্যামি রয়েছে তার ঝুলিতে। তা ছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তার মুকুট। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা তিনি। অন্যতম ধনী তারকাও বটে। টেলর অ্যালিসন সুইফট। বিশ্বখ্যাত পপ তারকাকে ছাড়িয়ে গেলেন বাঙালি গায়ক অরিজিৎ সিং। কিন্তু কী ভাবে?
গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ‘ফলো’ করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং।
শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ। স্পটিফাইয়ে এখন তার অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি।
স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। তার অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যাঁ অনুরাগী সংখ্যা প্রায় নয় কোটি ১০ লক্ষ। তার পরেই স্থান বিশ্বখ্যাত বাঙালি গায়ক অরিজিতের।
You must be logged in to post a comment.