সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

টুর্নামেন্টের সেরা দল ব্রাজিল : ক্রোয়েশিয়া কোচ

ফোরাম প্রতিবেদক / ১১৩ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৬, ২০২২
টুর্নামেন্টের সেরা দল ব্রাজিল : ক্রোয়েশিয়া কোচ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে শুক্রবার (০৯ ডিসেম্বর) মাঠে নামবে ক্রোয়েশিয়া। দারুণ ছন্দে থাকা ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে ক্রোয়েশিয়ার কোচ দালিচ জানান, বর্তমান বিশ্বকাপের সেরা দল ব্রাজিল।

চলমান বিশ্বকাপে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। নকআউট পর্বে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা।

অন্যদিকে, গ্রুপ পর্বে মরক্কো ও বেলজিয়ামের বিপক্ষে ড্র করে ক্রোয়েশিয়া। কানাডাকে ৪-১ গোলে হারিয়ে নকআউট পর্বে পা রাখা ক্রোয়েশিয়া নকআউট পর্বে টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না সেটি খুব ভালো করেই জানেন দালিচ। ক্রোয়েশিয়ার এই কোচ বলেন, ‘যদি বাস্তবতা দেখেন, টুর্নামেন্টের সেরা দল ব্রাজিল। তাদের অনেক সেরা খেলোয়াড় আছে। দলটা দুর্দান্ত। প্রতিপক্ষ হিসেবে তারা ভয় পাওয়ার মতোই। তাই আমাদের জন্য এটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।’

ব্রাজিলকে ভয় পেলেও নিজের ফুটবলারদের ওপর আস্থা রাখছেন দালিচ। তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করব। খেলার আগেই আত্মসমর্পণ করব না। ব্রাজিলকে আমাদের নিজেদের স্টাইলে আক্রমণ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান