দীর্ঘদিন পর আবারও উপস্থাপিকা হয়ে টিভি পর্দায় আসছেন মাসুমা রহমান নাবিলা। চলতি বছর শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘তুফান’ ছবিতে। এর আগেও ‘আয়নাবাজি’র মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর সাংসারিক ব্যস্ততায় টিভি পর্দায় কাজ কমিয়ে দিয়েছিলেন।
জানা যাচ্ছে, ১ নভেম্বর থেকে তাঁর উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনীর রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’। প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
দেশ সেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন তাঁরা। প্রতি পর্বে দু’জন রন্ধনশিল্পী দুটি রেসিপি করে দেখাবেন।
নাবিলা বলেন, ‘সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝে বেশ কিছুদিন উপস্থাপনা থেকে বিরত ছিলাম। আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। বিশেষ করে এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। দক্ষ রন্ধনশিল্পীদের হাতে চমৎকার সব রান্নার রেসিপি দেখার অভিজ্ঞতা বেশ আনন্দের ছিল। পুরো কাজটি আমি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।
You must be logged in to post a comment.