শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

টিকটক থেকে সিনামার নায়িকা

ফোরাম প্রতিবেদক / ৭০০ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
টিকটক থেকে সিনামার নায়িকা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টিকটক থেকে তারকাখ্যাতি পেয়ে সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন অ্যাডিসন রায়। ৯০ দশকের ‘সি ইজ আল দ্যট’ নামক জনপ্রিয় রোমান্টিক কমেডি ঘরানার সিনামাটির রিমেকে অভিনয় করবেন তিনি।

সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ১৯ বছরের টিকটক তারকা অ্যাডিসন তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে দেয়া ভিডিও বার্তায় বলেন, শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো। আমি অনেক উৎফুল্ল এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই সিনেমায় কাজ করতে যাচ্ছি।

সিনেমাটির নাম দেয়া হয়েছে ‘হি ইজ অল দ্যট’। সিনেমাতে অ্যাডিসন রায়কে একজন প্রভাবশালী নারীর চরিত্রে দেখা যাবে। যিনি একজন নার্দি লোককে প্রম কিং হিসেবে পরিণত করবেন।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মীরাম্যাক্সের সিইও বিল ব্লক বলেন, মীরাম্যাক্সে সবসময় গল্পভিত্তিক কাজগুলোকে স্বাগত জানায়। সিনেমাটির নতুন এই সিক্যুয়েলটি দর্শকদের উপর প্রভাব বিস্তার করতে সমর্থন হবে। এটি পুরনো সিনেমার রিমেক হলেও নতুন করে তৈরির চিন্তা করা হচ্ছে। এবার আমাদের সিনেমায় অ্যাডিসন কাজ করবে, আমি অবশ্যই চাই সে ভালো করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান