বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

টিএসসিতে ‘দিন-দ্য ডে’ সিনেমার প্রচারণায় অনন্ত-বর্ষা

ফোরাম প্রতিবেদক / ৩০৯ জন দেখেছেন
আপডেট : জুন ২৬, ২০২২
টিএসসিতে ‘দিন-দ্য ডে’ সিনেমার প্রচারণায় অনন্ত-বর্ষা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। সেই সিনেমার প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে (টিএসসি) নেমেছেন অনন্ত-বর্ষাসহ তাদের পুরো টিম। সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার এ জুটি।

রোববার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এড়িয়াতে প্রবাসীদের নিয়ে নির্মিত এ সিনেমার প্রচারণা চালান তারা। তাদেরকে একনজর দেখতে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।

জানা যায়, বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান তাদের নানা সমস্যা নিয়ে ‘দিন-দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ সিনেমায় বাংলাদেশের অংশের প্রযোজক হিসেবে রয়েছেন অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় করা হয়েছে সেই অংশে খরচ করেছেন তিনি। আর অন্যান্য দেশের শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তা বহন করেছেন ইরানি প্রযোজক মুর্তজা অতাশ জমজম।

এর আগে, রোববার (১৯ জুন) অনন্ত জলিলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির ট্রেলার প্রকাশ হলে মিডিয়াপাড়ায় এ নিয়ে হৈচৈ শুরু হয়। তখন থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান