বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

টাকা দিয়ে ছবি করে হিরো হওয়া যায়, অভিনেতা না: নূতন

ফোরাম প্রতিবেদক / ৩৯৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ১১, ২০২২
টাকা দিয়ে ছবি করে হিরো হওয়া যায়, অভিনেতা না: নূতন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন- দ্য ডে’। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। শত কোটি টাকা বাজেটের এই সিনেমায় টাকা লগ্নি করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল।

বাংলাদেশের ইতিহাসে এত বেশি বাজেটে এর আগে কোনো সিনেমা নির্মিত হয়নি। যদিও এই বাজেটের বিষয়টি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। কিন্তু অনন্ত বারবার এই বাজেটকে সামনে এনে নিজের সিনেমাকে সেরা দাবি করে আসছেন। এবার নাম উল্লেখ না করে অনন্ত জলিলকে খোঁচা দিলেন ঢাকাই সিনেমার কালজয়ী নায়িকা নূতন।

কিংবদন্তী এই অভিনেত্রী বলেছেন, বেশি টাকা খরচ করলেই ভালো সিনেমা হয় না। সিনেমার জন্য মেধা ও ত্যাগ লাগে। টাকা দিয়ে নিজের ছবি করে হিরো হওয়া যায়, অভিনেতা নয়।

ফেসবুক স্ট্যাটাসে নূতন বলেছেন, ‘বেশি বাজেট হলেই যদি ভালো, মানসম্মত, মনে রাখার মতো ফিল্ম হতো, ভালো অভিনেতা টাকা দিয়ে জন্মাতো, তাহলে এই দেশে কখনো- ‘মাটির ময়না’, ‘ওরা ১১ জন’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘ছুটির ঘন্টা’, ‘বাবা কেন চাকর’, ‘এই ঘর এই সংসার’, ‘আয়নাবাজি’সহ অসংখ্য ভালো, মনে রাখার মতো, মনে ধারন করার মতো ছবি জন্মাতো না। আর রাজ্জাক সাহেবসহ নাটক সিনেমায় গুণী গুণী অভিনেতা জন্মাতো না, থিয়েটার থাকতো না।”

নিজের টাকায় নায়ক হওয়া যায়, তবে অভিনেতা হওয়া যায় না- এমন কথা উল্লেখ করে নূতন বলেন, ‘টাকা দিয়ে ভালো ভিডিওচিত্র বানানো যায়, তবে মনে দাগ কাটার মতো ফিল্ম বানাতে টাকার পাশাপাশি মেধা লাগে, ফিল্মের জন্য ত্যাগ লাগে। টাকা দিয়ে নিজে ছবি করে হিরো হওয়া যায়, অভিনেতা-অভিনেত্রী না। গায়ক হওয়া যায়, প্রকৃত গানের শিল্পী না। টাকায় অনেক কিছু হয়, তবে সব হয় না। মানুষের মনে শিল্পী হিসেবে স্থায়ী জায়গা করার জন্য অভিনয় গুণ ও দক্ষতা লাগে।’

খোঁচা দিয়ে নূতন বলেন, ‘১০০-৫০০ কোটি হলেই যদি ছবি হয়ে যেতো, তাহলে ভারতে, হলিউডে, কোরিয়ান ফিল্ম, তামিল ছবি, সব অস্কার পেতো বা বিশ্বসেরা হতো। আর সত্যজিৎ রায় জন্মাতো না। ঘরে ঘরে স্পিলবার্গ আর সত্যজিৎ রায় থাকতো। পাড়া বা মহল্লায় একজন করে উত্তম কুমার, সুচিত্রা সেন থাকতো, আর রাজ্জাক-শাবানা থাকতো। টাকায় শিল্প হয় না। টাকায় আলোচিত বা সমালোচিত সাময়িক বলার মতো ছবি হয়, তবে যুগ-যুগ ধরে মনে গেঁথে রাখার মতো চলচ্চিত্র হয় না।’

দেশের প্রেক্ষাগৃহে ঈদের দিন মুক্তি পেয়েছে দিন- দ্য ডে। ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম সিনেমা পরিচালনা করেছেন। অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সজিব, নিক্সন ও মিশা সাওদাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান