সিনেমার শুটিং সেটা কত রকম ঘটনাই তো ঘটে। কিন্তু এমন কিছু ঘটনা থাকে যা অনেকের কাছেই রয়ে যায় দীর্ঘদিন অজানা। তেমনই এক বিচিত্র ঘটনা ঘটেছিল ‘পারিন্দা’ (১৯৮৯) সিনেমার শুটিং সেটে।
পারিন্দা সিনেমার বাজেট এতই কম ছিল যে, শুটিংয়ের সেটে খাবার সরবরাহ করা হতো না টাকার অভাবে। সিনেমার কলাকুশলীরা সবাই বাড়ি থেকেই খাবার আর পানি নিয়ে আসতেন। এরই মধ্যে একদিন নানা পাটেকর এক প্রোডাকশন বয়ের মাধ্যমে দুপুরের খাবার আনিয়েছিলেন।
সেটার খরচ সিনেমার প্রোডাকশন বাজেটে যুক্ত হয়েছে শুনেই ক্ষেপে গিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া, কারণ নিয়ম সবার জন্যেই সমান হওয়ার কথা। একারণেই নানার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছিলেন তিনি, দুজনের মধ্যে হাতাহাতিও বেঁধে গিয়েছিল সেদিন! অথচ এই সিনেমার জন্যে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান নানা পাটেকার।
ছবিটির গল্পকার ও পরিচালক হলেন বিধু বিনোদ চোপড়া। মুখ্য ভূমিকায় আরও ছিলেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত।
You must be logged in to post a comment.