বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

টাইটানিকের রোজকে ভাসিয়ে রাখা দরজাটি ৮ কোটিতে বিক্রি

বিনোদন ডেস্ক / ৪২ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৮, ২০২৪
টাইটানিকের রোজকে ভাসিয়ে রাখা দরজাটি ৮ কোটিতে বিক্রি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরন পরিচালিত ‘‘টাইটানিক’’ সিনেমা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। কয়েক বিলিয়ন ডলার আয় করা সিনেমাটি নিয়ে এখনো মানুষের বেশ আগ্রহ।

সিনেমাটি দেখে নায়ক জ্যাকের মৃত্যু নিয়ে আফসোসের পাশাপাশি দর্শকদের অনেকেই সেই দরজাটি নিয়েও আলোচনায় মেতে ওঠে, যেটি শুধু নায়িকা রোজ ভেসে থাকার মতো উপযুক্ত ছিল।

‘‘টাইটানিক’’ সিনেমায় নায়ক জ্যাক প্রেমিকা রোজকে ভাসমান দরজাটির উপরে তুলে দিয়ে নিজে কিনার ধরে রেখেছিলেন। বরফশীতল পানিতে শেষ পর্যন্ত মৃত্যু হয় জ্যাকের। এক পর্যায়ে পানির নিচে তলিয়ে যান এ নায়ক।

পরিচালক জেমস ক্যামেরন ২০১২ সালে জানান, সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে আবেগাপ্লুত দর্শকদের রোজকে ‘স্বার্থপর’ আর জ্যাককে ‘মূর্খ’ অভিহিত করে লেখা কয়েক ডজন চিঠি ও ইমেইল তিনি পেয়েছেন। সিনেমায় রোজকে বাঁচিয়ে রাখা সেই দরজাটিই এবার নিলামে তুলেছিল আমেরিকার টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী সংস্থা ‘‘হেরিটেজ অকশন’’।

বিবিসির খবরে বলা হয়েছে, নিলামে ‘‘টাইটানিক’’ সিনেমার নায়িকা রোজকে ভাসিয়ে রাখা সেই দরজাটি ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

কাঠের বড় এই টুকরোকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে বাস্তবিকভাবে টাইটানিকের প্রথম শ্রেণির লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলে উল্লেখ করা হয়।

১৯১২ সালে ইংল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথমবার সমুদ্রযাত্রা করেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ও বিলাশবহুল জাহাজ টাইটানিক। কিন্তু সেই প্রথম যাত্রাতেই ২,২২৪ জন যাত্রী ও ক্রু নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি। সলিল সমাধি ঘটে দেড় হাজার মানুষের।

টাইটানিকের ডুবে যাওয়া মহাসাগরে ঘটা এ যাবৎকালের সবচেয়ে বড় ট্র্র্যাজেডি, যার ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘‘টাইটানিক’’ সিনেমা। এতে অভিনয় করেন ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট ও হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান