বলিউডের টাইগার শ্রুফের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মন্দানা। শশাঙ্ক খৈতান ও ধর্মা প্রোডাকশনের নতুন ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন তারা।
ভারতের আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণে পর্দা কাঁপানো রাশমিকা এখন বলিউডে। শুধু অভিনয়ই নয়, তাকে ঘিরে নিত্য নতুন গল্পের গুঞ্জন। কখনও সৌন্দর্যের রহস্য, কখনও প্রেম, তো কখনও দক্ষিণী নায়ককে বিয়ের খবরে টিনসেল নগরী সরগরম করে রেখেছেন ‘শ্রী বল্লী’। এবার নতুন করে শোরগোল ফেললেন রাশমিকা মন্দানা।
একের পর এক সুপারহিট ছবিতে রাশমিকার কাজ করা নিয়ে ‘বি-টাউনে’ চলে নানান জল্পনা। এর মধ্যেই শোনা যাচ্ছে, আগামীতে শশাঙ্ক খৈতানের বড় বাজেটের ছবিতে নায়িকা হচ্ছেন তিনি। তার বিপরীত দেখা যাবে টাইগার শ্রফকে। ছবির প্রযোজনায় করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
মুম্বাই সংবাদমাধ্যমের খবর, বলিউডে নতুন জুটির খোঁজে ছিলেন শশাঙ্ক। তার পরেই টাইগার-রাশমিকার জুটির কথা মাথায় আসে তার। এর আগে কোনও ছবিতে রাশমিকাকে টাইগারের সঙ্গে দেখা যায়নি। সে দিক থেকে রাশমিকার সঙ্গে জ্যাকি শ্রফ পুত্রের রসায়ন এক নতুন সমীকরণ তৈরি করবে, এমনটাই মনে করছেন পরিচালক।
You must be logged in to post a comment.