টাইগার শ্রফ—নামের সঙ্গে বাঘের যোগ যেমন, পর্দায় উপস্থিতিও তেমন। অ্যাকশন দৃশ্যে তার ক্ষিপ্র উপস্থিতি থাকলেও বক্স অফিসে দাপটহীন শান্ত। তবে পারিশ্রমিক নিয়ে ছাড় দেন না। ঝুলিতে হিট সিনেমা না থাকলেও আকাশছোঁয়া দর হাঁকান তিনি। অবাক হলেও এটাই সত্যি।
টাইগারের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন সুনীল দর্শন। গেল এপ্রিলে মুক্তি পাওয়া ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার প্রযোজক তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য এ অভিনেতা যে পারিশ্রমিক চেয়েছিলেন তা রীতিমতো অবিশ্বাস্য।
সুনীল জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য টাইগার ১৬৫ কোটি রুপি দাবি করেছিলেন। যা বাংলাদেশি মুদ্রায় ২৩১ কোটি টাকার বেশি। এতে বেজায় বিরক্ত হন এ প্রযোজক। সম্প্রতি নায়কদের পারিশ্রমিক বেড়ে যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে সুনীল বলেন— নায়কদের অতিমাত্রায় পারিশ্রমিক বেড়ে যাওয়া অনেক সময়ই প্রযোজকরা ক্ষতির মুখ দেখছে। এই যেমন টাইগার শ্রফ, তার শেষ মুক্তি প্রাপ্ত ছবির জন্য ১৬৫ কোটি রুপি চেয়েছেন।
এ সময় অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে খোঁচা দিয়ে তিনি বলেন— বহু এমন নায়ক রয়েছেন, যাদের ঝুলিতে কোনো হিট নেই। তারাও শত কোটি রুপি চান। এ অবস্থায় প্রযোজনা সংস্থার খুব চাপ। তবে শুধু টাইগার শ্রফ নন, অক্ষয়ের পারিশ্রমিক শুনলেও অবাক হবে সবাই।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল—বড় মিঞা ছোট মিঞা সিনেমাটি। ডেভিড ধাওয়ানের পরিচালনায় নাম-ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। নায়িকা ছিলেন রাবিনা ট্যান্ডন ও রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সিনেমাটি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। এর নাম ধরে মুক্তি পেয়েছিল অক্ষয় ও টাইগারের—বড় মিঞা ছোট মিঞা। পরিচালনা করেন আলি আব্বাস জাফর।
সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৩৫০ কোটি রুপি বা ৪৯২ কোটি টাকা। আয় করে ১০২ কোটি রুপি তথা ১৪৩ কোটি টাকার কিছু বেশি।
You must be logged in to post a comment.