শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

টাইগারের জন্য যা করলেন দিশা

ফোরাম প্রতিবেদক / ১২৪ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৩, ২০২৩
টাইগারের জন্য যা করলেন দিশা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টাইগারের হট ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এমন কিছু কি আছে, যেটা তুমি করতে পারো না’৷ টাইগারের এই ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী৷

একসময় বলিউডের অন্দরে কান পাতলেই দিশা পাটানি ও টাইগার শ্রফকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে৷ লাঞ্চ হোক বা ডিনার ডেট চর্চিত জুটির কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো৷

হঠাৎই ছন্দপতন৷ বেশ অনেকদিন ধরেই তাঁদের বিচ্ছেদের খবরে সরগরম নেটদুনিয়া৷ এক অনুষ্ঠানে এসে নিজেকে সিঙ্গল বলেও দাবি করেন অভিনেতা৷ বিচ্ছেদের গুঞ্জনের পর দিনকয়েক আগে প্রথমবার একফ্রেমে দেখা গেছে টাইগার ও দিশাকে৷ যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷

নিজেদের প্রেমের কথা কোনওদিনই জনসমক্ষে প্রকাশ্যে আনেননি তারকা জুটি৷ সম্পর্ক নিয়ে স্পিকটি নট ছিলেন তাঁরা৷ আচমকা হলটা কী? প্রকাশ্যেই টাইগারকে প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী৷

অভিনয়ের পাশাপাশি গানের জগতেও পা রাখলেন টাইগার৷ সম্প্রতি মুক্তি পেয়েছে টাইগারের প্রথম গান ‘লভ স্টিরিও এগেইন’৷ এই গানের মিউজিক ভিডিও থেকেই একটি একটি ছবি ছবি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন নায়িকা৷

টাইগারের হট ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এমন কিছু কি আছে, যেটা তুমি করতে পারো না’৷ টাইগারের এই ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী৷ যা নিমেষে ভাইরাল হয়েছে৷

দিশার এই পোস্ট ভাইরাল হতেই ফের নয়া জল্পনা শুরু হয়েছে৷ তবে কি নিজেদের সম্পর্ককে ফের নতুন করে শুরু করতে চাইছেন টাইগার ও দিশা? নাকি বন্ধুত্বের খাতিরেই এই প্রশংসা৷ আপাতত জল্পনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান