টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন ঢাকাই চিত্রনায়ক জায়েদ খান। মার্চের শেষ দিকে এসেছিল এ খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন জায়েদ নিজেই। তবে পূজা ব্যানার্জির ভক্তদের জন্য দুঃসংবাদ! ভালো নেই অভিনেত্রী। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ পূজা। কিন্তু গত ৫ দিন ধরে ইনস্টায় দেখা নেই তাঁর। চিন্তিত অনুরাগীরা। অবশেষে জানা গেল, একাধিক শারীরিক সমস্যায় জেরবার পূজা। ভর্তি রয়েছেন হাসপাতালে।
বলিউড স্বপ্নপূরণে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা নায়িকার! আটকে রাখা হত মেকআপ রুমে…বলিউড স্বপ্নপূরণে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা নায়িকার! আটকে রাখা হত মেকআপ রুমে…
সংবাদমাধ্যম টাইমস নাও-কে পূজা জানান, বেশ কয়েকদিন ধরেই ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। অভিনেত্রী বললেন, ‘শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ রয়েছে, ভালোভাবে কথা বলতে পারছি না। কোনো খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে।’
এমন পরিস্থিতিতে হাসপাতালে পূজাকে দেখভাল করছেন কে—জানতে চাইলে অভিনেত্রী জানান, এই মুহূর্তে স্বামী কুণাল তাঁর পাশে রয়েছেন। তবে কুণালের বাইরে আর কেউ তাঁর যত্ন করার মতো নেই। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। সেরে উঠতে আরও ক’দিন সময় লাগবে।
একসময় হিন্দি টেলিভিশনের চর্চিত মুখ ছিলেন পূজা। ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’ সিরিয়ালে অভিনয় করে পেয়েছেন খ্যাতি। তাঁর ক্যারিয়ারের শুরুটা ছিল হিন্দি সিরিয়াল ‘কাহানি হামারি মহাভারত কি’ দিয়ে।
এদিকে, সম্প্রতি হিন্দির চেয়ে বেশি সময় বাংলাতেই কাটছে নায়িকার। বছরের শুরুতে ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। তিন বছরের ছেলে কৃশিবকে আগলে রেখেই এখন শুটিং সামলান পূজা। কয়েকদিন আগে রাজা চন্দের পরিচালনায় প্রসেনজিতের নায়িকা হিসেবে একটি ছবির কাজও সম্পন্ন করেছেন।
You must be logged in to post a comment.